Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
“সত্য-মিথ্যার যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ ডিসেম্বর সারাদেশ ব্যাপী তৃতীয় বারের মত আড়ম্বরপূর্ণভাবে “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯” উদ্যাপিত হতে যাচ্ছে।
Details

“সত্য-মিথ্যার যাচাই আগে,

ইন্টারনেটে শেয়ার পরে

 

এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ ডিসেম্বর সারাদেশ ব্যাপী তৃতীয় বারের মত আড়ম্বরপূর্ণভাবে “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯” উদ্‌যাপিত হতে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ দিবসে র‍্যালী, টিশার্ট / ক্যাপ বিতরণ, সেমিনার, উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব শ্রেনীর ছাত্র-ছাত্রীদের  মধ্যে “আমার দেখা ডিজিটাল বাংলাদেশ” এর উপর প্রেজেন্টেশন এবং ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে ডিজিটাল বাংলাদেশ দিবস/ প্রতিপাদ্যের উপর রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ জেলায় দিবসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিবসের প্রতিটি পর্বে জেলা প্রশাসক, নরায়ণগঞ্জ মহোদয়ের পক্ষ হতে আপনাদের সাদর আমন্ত্রণ এবং সকলকে উপস্হিত থেকে দিবসটি সুষ্ঠুভাবে উদ্‌যাপনের সহযোগিতা কামনা করছি।

 

Images
Attachments
Publish Date
02/12/2019
Archieve Date
31/12/2019

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, নারায়ণগঞ্জ ।     ঠিকানাঃ বেল্লা ভিতা (৩য় তলা), হোল্ডিং নং-৩৬, চাঁনমারী, ফতুল্লা । পুলিশ সুপার/সিভিল সার্জনের কার্যালয়ের পিছনের রাস্তা/গলি।     মোবাইলঃ ০১৯১৩৫৫১৬৯৯ ।