সুরক্ষা Apps এর সার্টফিকেটের বিভিন্ন তথ্য যেমন নামের বানান, পাসপোর্ট,এনআইডি,জন্মনিবন্ধন কার্ডের নাম্বার বা নাম সংশোধন, ভাক্সিনের বিভিন্ন তথ্য তারিখের নাম ও মোবাইল নাম্বার সংশোধনের জন্য নির্ধারিত ফরমে আবেদন করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে ।
আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে ।
সংশোধনের ধরন
|
প্রয়োজনীয় কাগজপত্র
|
মোবাইল নাম্বার
|
১। ভাক্সিন কার্ডের কপি (যদি থাকে) ২। জাতীয় পরিচয়পত্রের কপি ৩। পুরাতন মোবাইল নাম্বার (যে নাম্বার দিয়ে পুর্বে "সুরক্ষা" সিস্টেমে নিবন্ধন করা হয়েছে) ৪। নতুন মোবাইল নাম্বার (বর্তমানে যে নাম্বারটি সাথে আছে ) |
ভ্যাক্সিনের ডোজের নাম, তারিখ পরিবর্তন
|
১। ভাক্সিন কার্ডের কপি ২। জাতীয় পরিচয়পত্রের কপি ৩। ভ্যাক্সিন প্রদান কেন্দ্রের প্রত্যয়ন পত্র |
টীকা গ্রহীতার নাম, জন্ম তারিখ ও লিঙ্গ পরিবর্তন
|
১। ভাক্সিন কার্ডের কপি ২। পুরাতন এনআইডি/জন্ম নিবন্ধন/পাসপোর্টের কপি (যে ডকুমেন্ট দিয়ে নিবন্ধন করা হয়েছে সেই ডকুমেন্টের ফটোকপি) ২। নতুন এনআইডি/জন্ম নিবন্ধন/পাসপোর্টের কপি (যে ডকুমেন্ট দিয়ে নিবন্ধন করা হয়েছে সেই ডকুমেন্টের ফটোকপি) |
সুরক্ষা তথ্য সংশোধনের আবেদন ফরমঃ surokkha application form.pdf
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস